নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ওসমান পরিবারের সকলের সুস্থতা ও প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাদ্রাসর শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে চানমারী এলাকায় বাইতুর রহমান জামে মসজিদ কমিটির সহ সভা মোহাম্মদ আলীর উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব জাকিরুল আলম হেলাল।
এরবাগে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মসজিদের উন্নয়নের জন্য যতটুকু সহযোগিতা লাগে আমি তা করবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু করতে পারলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হলেই আমরা তাকে পাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর ঘাতক দালাল নিমুল কমিটির সাংগঠনিক সম্পাদক পলিন, আওয়ামিলীগ নেতা লাভলু, কালাম, অসিম, রিপন ও সদর থানা তাঁতী লীগ সভাপতি মোখলেছুর রহমান।