ওসমানী পৌর স্টেডিয়ামে প্রস্তুতিমূলক কাবাডি প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতা নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২১ নভেম্বর) প্রতিযোগিতার উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । এ সময়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ২৩ নভেম্বর ওসমানী পৌর স্টেডিয়ামে  অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য  বস্ত্র ও পাট  মন্ত্রী  গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের  সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য  একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদস্য লিয়াকত হোসেন খোকা। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন ঢাকা রেঞ্জের ডিআইজি  হাবিবুর রহমান।

add-content

আরও খবর

পঠিত