নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার সদস্যবৃন্দ। ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় চাষাঢ়া শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো.দেলোয়ার হোসেন টিপু , সহ-সভাপতি মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক মো.মোরশেদ আলম চিন্টু, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান নূর সজীব, সাংগঠনিক সম্পাদক আনন্দ দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক তুষার কান্তি ঘোষ, প্রচার সম্পাদক হযরত আলী সবুজ, তথ্য বিষয়ক সম্পাদক এম নিলয় হোসেন।
এছাড়াও তোলারাম কলেজ রোড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক এম আর শাহীন, সদস্য আতাউর সহমান, সিদ্ধিরগঞ্জ ইউনিট কমিটি সাধারণ সম্পাদক আলাউদ্দীন, ফতুল্লা ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম রানা, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ শিমুল, সদস্য জহির রায়হান, সাব্বির হোসেন, রাকিব হোসেন, শেরে বাংলা রোড ইউনিট কমিটির শওকত আলী, আমলাপাড়া ইউনিট কমিটির সহ সভাপতি আমিনুল ইসলাম
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ তথ্য বিষয়ক সম্পাদক প্রিতম চক্রবর্তী, সহ ক্রীড়া সম্পাদক সজল সরকার, মামুন খান, মোহসীন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।