নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) এর শুভ জন্মদিনে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর তিনি নারায়ণগঞ্জে যোগ দেন। যোগ দিয়ে তিনি প্রথমে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার অঙ্গীকার করেন। তিনি জেলা থেকে মাদক, ভূমিদস্যূ, হকার, ঝুট সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন। শহরের যানজট নিরসনে অবৈধ সিএনজি, অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদসহ হকার উচ্ছেদ করেছেন। তিনি পোশাক শিল্পে নাশকতাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন। এছাড়াও তার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের গ্রেফতার এবং মাদক উদ্ধারের ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যাপক সফলতা লাভ করে। জেলা পুলিশ সুপারের এই অবস্থানের কারণে ডাকাত ছিনতাইকারী, চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলদারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি পরপর দুই বার বাংলাদেশ পুলিশের সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)পদক লাভ করেন।
আজ এই পুলিশ সুপার হারুন অর রশীদের শুভ জন্মদিন। আর এই জন্মদিনে আন্তরিক প্রাণডালা অভিনন্দন জ্ঞাপন করেছে স্বাধীনতার পক্ষে মুক্ত চেতনায় অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবার।
এদিকে জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।