নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হিন্দু সম্প্রদায়ের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার হারুন অর রশীদ। এ সময় নতুন পাল পাড়া সার্বজনীন পূজা কমিটি-১ এর সভাপতি এড. মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লুসহ নেতৃবৃন্দ এসপি হারুন অর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান । ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় নগরীর নতুন পাল পাড়া সার্বজনীন পূজা মন্ডপ-১ পরিদর্শনে আসেন পুলিশ সুপার হারুন অর রশীদ ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সমীর কর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেশ সাহা প্রমুখ ।