নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের প্রতি ধিক্কার জানিয়ে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের চিহ্নিত রাজাকার গোলাম রাব্বানী খানের ছেলে কাজলকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে সাংসদ সেলিম ওসমান৷ আমি সেলিম ওসমানের প্রতি ধিক্কার জানাই৷ রাজাকারের ছেলে সাথে নিয়ে অনুষ্ঠান করে আর অপমান অপদস্থ আমাদের করবেন না৷ আমাদের উচিত রাজাকারের ছেলে কাজলকে বয়কট করা৷ বুধবার (১ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে নাসিকের সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ ধিক্কার জানান৷
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান৷ মেয়র আইভীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ৷