এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের চাচা ননী সারোয়ার আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এমপি সেলিম ওসমান ও সংসদ সদস্য শামীম ওসমানের চাচা ও মুক্তিযোদ্ধা আল মামুন সারোয়ার ওরফে ননী সারোয়ার আর নেই । (ইন্না নিল্লাহে………..রাজেউন)। অসস্থ্যতাজনিত কারণে শুক্রবার (১ মার্চ) রাত ১০টায় শহরের চাষাড়াস্থ্য ঐতিহ্যবাহী বায়তুল আমান ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক প্রয়াত খান সাহেব ওসমান আলীর ছেলে আল মামুন সারোয়ার ওরফে ননী সারোয়ারের লাশ বায়তুল আমান মসজিদে জানাযা শেষে মহানগরীর মাসদাইর কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

add-content

আরও খবর

পঠিত