নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার হতে তিনি মুক্তি পায়। এসময় তাকে দেখতে কারাগারের গেটে যান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। একজন দলীয় নেতার প্রতি ভালোবাসা জানাতে সাংসদ শামীম ওসমানের এরূপ দৃষ্টান্ত অত্যান্ত বিরল।
তিনি তার কাছের একজন কাউন্সিলরের প্রতি ভালোবাসার বহি:প্রকাশ করেছেন বলে জানায় উক্ত সময়ে উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীরা। কাউন্সিলর বাবুর প্রতি শামীম ওসমানের এই রূপ ভালোবাসার জন্য ১৭নং ওয়ার্ডবাসী চির কৃতজ্ঞ থাকবে বলে মনে করেন নগরীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গরা।