নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসেনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জনসভায় মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন। শনিবার (২মার্চ) দুপুর ৩টায় নগরীর ২ নং রেলগেইট এলাকায় জনসভার কার্যক্রম শুরু হয়। জনসভা উপলক্ষ্যে নগরীর চারদিক থেকে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছ। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সদর ও বন্দর এলাকর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন।এদিকে জনসভাকে কেন্দ্র করে জেলা পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেছে৷ স্টেজের পেছনে পুলিশের সাজোয়া যান দেখা গেছে৷ এছাড়া শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বহুতল ভবনগুলোর ছাদে পুলিশ মনিটরিং করছে৷
উল্লেখ্য, জনসভা সফল করার লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারী ইসদাইর বাংলা ভবনে আলোচনা ও মতবিনিময় সভা করে শামীম ওসমান প্রত্যেক নেতাকর্মীকে জনে জনে আহবান জানিয়েছেন তার জনসভা সফল করার জন্য। মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের বিশেষভাবে আহবান করেছেন জনসভা উপলক্ষে প্রস্তুতি নেয়ার জন্য। ওই আলোচনা সভায় শামীম ওসমান জানিয়েছিলেন, সমাবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, দুর্নীতি, ভূমিদস্যু ও মাদক নির্মূলের ঘোষণা দেয়া হবে। এই জন্য এই সমাবেশ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে।