এতিমদের পাশে দাঁড়ালেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ডিস্ট্রিক এর উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে চক্ষু-দন্ত পরীক্ষা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে ফতুল্লার মুসলিমনগর সরকারী শিশু পরিবারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ সারাদিনব্যাপী এ কর্মসূচীতে উপস্থিত থেকে কর্মসূচীর বাস্তবায়ন করেন।

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ (ডিস্ট্রিক-৩১৫এ২) এর উদ্যোগে মুসলিমনগর বায়তুল আমান সরকারী শিশু পরিবারের শিশুদের বিনামূল্যে চক্ষু-দন্ত পরীক্ষা, বই-খাতা ও খাবার বিতরণ করেছে। এছাড়াও প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর সভাপতি মাহবুবুল হক মাসুদ,সাধারণ সম্পাদক মাহবুব এলাহী,ট্রেজারার ইয়াসিন আরাফাত ভূঁইয়া,ডিস্ট্রিক লিডার লায়ন সাইদুল ইসলাম শাকিল,বিএম হোসেন,সাইদুল ইসলাম হৃদয় প্রমুখ।

এ প্রসঙ্গে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি মাহবুবুল হক মাসুদ বলেন, অসহায় দুস্থদের পাশে থেকে সারা দেশেই কাজ করে থাকে লায়ন্স ক্লাব। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সামাজিক কাজ হাতে নিয়েছে। এতিম ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষাসহ শিশু পরিবারের মধ্যে বৃক্ষ রোপন করা হয়েছে। ভবিষৎতে সংগঠন আর্ত মানবতার সেবায় আরো ভিন্ন ভিন্ন কর্মসূচী হাতে নেবে।

add-content

আরও খবর

পঠিত