এতিমদের নিয়ে ভোরের সমাচারের ইফতার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দৈনিক ভোরের সমাচার ও নারায়ণগঞ্জ প্রতিদিনের উদ্যোগে এতিম ও অসহায়দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (২২ মে) নগরীর চাষাড়ায় একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, এতিমদের সঙ্গে ইফতারের এমন আয়োজন সত্যিই ব্যতিক্রম। যেখানে বেশিরভাগ উচ্চস্তরের ব্যক্তিদের সম্মানে ইফতার আয়োজন করা হয় সেখানে এতিমদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, একসময়ের রূপের সৌন্দর্যের স্বর্গরাজ্য নারায়ণগঞ্জের সেই রূপ ও ইতিহাস কোনটাই নেই। নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মকে লেখনীর মাধ্যমে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভোরের সমাচার প্রতিদিন ও নারায়ণগঞ্জ প্রতিদিনের সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, আজকের ইফতার শুধুমাত্র এতিমদের সম্মানে আয়োজন করা হয়েছে। বাবা-মা হারা এসব শিশুদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এতিমদের কল্যাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, ভোরের সমাচারের সহকারী বার্তা সম্পাদক ইনজামামুল হক বাপ্পি ও নারায়ণগঞ্জ প্রতিদিন ও ভোরের সমাচারের বিশেষ প্রতিনিধি মো. নয়ন হোসাইন ।

পত্রিকাটির উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতারে অংশগ্রহন করেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা ওসি (তদন্ত) মিজানুর রহমান, ডিএসবি এর ডিআইও মো. আরিফুল ইসলাম,  দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, নারায়ণগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নারায়ণগঞ্জ টেলিগ্রাফের সম্পাদক আরিফুজ্জামান আরিফ,  অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক স্বপন কুমার পোদ্দার, আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তার প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সাপ্তাহিক জনতার কাগজের সম্পাদক মিজানুর রহমান, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র সাংবাদিক ইমতিয়াজ আহমেদ ও মাকসুদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুব সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জহির, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার জহির আলম শিকদার, নারায়ণগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার রাব্বি সরকার, সাংবাদিক বদিউজ্জামান, ফটো সাংবাদিক রাজু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত