এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন : শফিকুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পীর সাহেব চরমোনাই মনোনিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহা. শফিকুল ইসলাম বলেছেন, সিইসি বারবারই লেভেল প্লেয়িং ফিল্ড-এর কথা বললেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার ও গণসংযোগের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই স্বীকার করেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন। অন্যথায় দেশবাসী বারবার আপনাদেরকে ঘৃণা ভরে স্মরণ করবে।

২০ ডিসেম্বর বৃহস্পতিবার ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ করে পথসভায় মুহা. শফিকুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের মত হলে, দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। তিনি দুর্নীতি দু:শাসন, সন্ত্রাস, মাদক, দারিদ্র্য, বেকারত্বসহ জাতীয় সকল সমস্যা থেকে মুক্তি পেতে হলে হাতপাখা প্রার্থীদের বিজয়ী করার আহŸান জানান।

নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ ভালোবাসলে আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। জুলুম-অত্যাচার, গ্রেফতার, হুমকি বন্ধ করুন, সকল দলের প্রার্থীদের সমান ভাবে নির্বাচনী প্রচার ও ভোটারদেরকে সুষ্ঠু ভাবে ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করুন।

add-content

আরও খবর

পঠিত