একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের গুলির সামনে দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাত ১২টায় একুশের প্রথম প্রহরে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে নেতাদের সঙ্গে শহীদ মিনারে ফুল দেন প্রধানমন্ত্রী।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

এরপর ফুল দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

add-content

আরও খবর

পঠিত