নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, গায়েবি মামলায় সারা দেশে হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। শত শত পরিবারে নেমে এসেছে মানবিক বিপর্যয়। মানবতাকে পদদলিত করে আজ যারা উল্লাস করছে একদিন মজলুমের চোখের পানিতে ভেসে যাবে জালিমের দু:শাসন।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে এটিএম কামাল জেলা দায়রা জজ আদালতে গায়েবি মামলায় হাজিরা শেষে আদালত চত্বরে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতা দখলকারীরা আজ জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জোর করে ক্ষমতা দখল করা যায় কিন্তু মানুষের ভালবাসা পাওয়া যায় না। সত্যের জয় অনিবার্য, একদিন সকল অবিচারেরই বিচার হবে।
বিএনপি ও অঙ্গসংগঠন এবং আইনজীবী নেতৃবৃন্দদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন এড. জাকির হোসেন, হাজি নুরুদ্দীন, এড. বোরহান সরকার, এড. আবু আল ইউসুফ খান টিপু, মনিরুল আলম সজল, অহিদুল ইসলাম ছক্কু, এম এইচ মামুন, এরশাদ আলী, মাকিদ মোস্তাকিম শিপলু, বাবু প্রমুখ।