উল্টো দিক থেকে আসা কাভার্ডভ্যান কেড়ে নিল তাজা প্রাণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহি এনজিও সংস্থা আশা এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  নিহতের নাম মঞ্জুরুল মাজেদ সৌরভ (৩২)। তিনি এনজিও সংস্থা আশা এর  নবীগঞ্জ অঞ্চলের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।

সৌরভের সহকর্মীরা জানান, সৌরভ সকালে জেলা কার্য্যালয়ে তাদের মাসিক সভায় যোগদানের জন্য মোটর সাইকেল চালিয়ে বাসা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় গেলে উল্টো দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তার স্থানীয় সহকর্মীরাসহ বিভাগীয় কর্মকর্তারা হাসপাতালে নিয়ে আসেন।

সৌরভের সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধু নির্ঝর জানান, সৌরভ খুব সতর্কতার সাথে তার মোটর সাইকেল চালায় এবং মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পড়ে থাকে। বুধবার সকালেও সে হেলমেট পড়ে বের হয়েছিল। এ অবস্থাতেই তিনি দূর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। তিনি বলেন, কাভার্ড ভ্যানটি অন্য একটি গাড়িতে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে মোটর মাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে যায়। ওই চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য তদন্তের দাবী জানান তিনি। যদি তা ঠিক না থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে করে অন্য যানবাহনের চালকরা সতর্ক হয়ে যায়।

এনজিও সংস্থা আশা এর ঢাকা বিভাগের ব্যবস্থাপক এ. কে. তারিক জানান, সংস্থার পক্ষ থেকে নিহত সৌরভের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া তার লাশ দাফনের যাবতীয় খরচ অফিস বহন করবে। তিনি এ দূর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানের চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এদিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। এর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, দূর্ঘটনার ব্যাপারে এনজিও সংস্থা আশা এর পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। তাদের অভিযোগ গ্রহন করে তদন্ত চলছে। চালককে গ্রেফতারের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত