উদ্যোক্তা ও প্রেজেন্টেশন কোর্স এবং গুণীজন সংর্বধনা দিল মানব কল্যাণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আর্তমানবতার সেবায় উদ্যোক্তা ও প্রেজেন্টেশন কোর্স এবং গুণীজন সংর্বধনাসহ সাংস্কৃতিক উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। ২৭শে জানুয়ারি বুধবার দিনব্যাপী নারায়ণগঞ্জের চৌরঙ্গী পার্কের ফ্লোটিং রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়েছে।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ হৃদয় ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার প্রমুখ।

এসময় উদ্যোক্তা ও প্রেজেন্টেশন কোর্স পরিচালনা করেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ ও বিউটি এক্সপার্ট মাহমুদা জাবেদ ছায়া। অনুষ্ঠানে ব্রাইডাল মেকওভার হিসেবে বধূবেশে সাজেন সায়মা আক্তার।

সামাজিক অবক্ষয় রোধ এবং করোনাকালীন সময়ে যাদের বীরত্ব অনেক তাদের মধ্যে গুণীজন বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার এবং জাতীয় রোকেয়া পদক প্রাপ্ত ফরিদা আক্তার, দেশসেরা শ্রেষ্ঠ সফল আত্মকর্মী সাজিয়া রহমান, নারী উদ্যোক্তা বাংলাদেশের প্রেসিডেন্ট রূপা আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট নূর জাহান বেগম, মোহনা টেলিভিশনের সাংবাদিক আজমির ইসলাম, আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, সমাজ সেবক ফারুকুল ইসলাম ফাহাদ, মো. নূর ইসলাম, মো. ইলিয়াস কবির ও মো. রাজিব আহম্মেদকে সংবর্ধনা দেয়া হয়।সেই সাথে মানবিক গুণাবলীতে বিউটিশিয়ান ইনসানা ঈশা, মৌসুমী জাহান নূপুর, সমাজকর্মী মহসিন সাউদ, মো. জুয়েল, আকবর হোসেন জনি, মো. আলম ভ‚ইয়া ও সংগঠক বিলকিস বেগমকে পুরস্কৃত করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রতœা, ইতি, সজল, রাসেল, নৃত্য পরিবেশন করেন মিফতাহুল জান্নাহ মম ও সুলমানা মীম। আনন্দ বিনোদনে আগামীর প্রত্যয়ে সময়ের সাথে বেশকিছু উদ্যোগ ঘোষণা করে সকলকে সচেতন থাকার আহŸান জানিয়ে মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ অনুষ্ঠান সমাপ্তি করেন।

add-content

আরও খবর

পঠিত