নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর মালিকাধীন নীট গার্মেন্ট উইজডম অ্যাটায়ার্স লিমিটেডে উদযাপিত হয়েছে বার্ষিক উৎসব।গতকাল দুপুর আড়াইটায় থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকদের অংশ গ্রহনে নাচ, গান, জাদু প্রদর্শন ও র্যাফেল ড্রয়ে আকর্ষনীয় পুরস্কার বিতরন সহ নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে।
এছাড়াও ছিল বাংলাদেশী আইডল খ্যাত বৃষ্টি, ক্ষুদে গানরাজ খ্যাত বেলা সহ নারায়ণগঞ্জ কলেজের সাংস্কৃতিক শিল্প গোষ্ঠির সংঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও এমপি সেলিম ওসমান স্বপরিবারে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন এছাড়াও প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা, কর্মচারীরাও তাদের পরিবারের সদস্যরাও উৎসবে যোগ দিয়ে অনুষ্ঠানটি আরো বেশি প্রাণবন্ত করে তুলেন।
অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করা তানভীর আহম্মেদ নোমান ও নারায়ণগঞ্জ কলেজ কার্লচারাল ক্লাব কে ১০ লাখ করে ২০ লাখ টাকার পৃথক দুটি চেক এবং কণ্ঠ শিল্পী কানিজ খাদিজা তিন্নিকে আরো ৫ লাখ সহ ২৫ লাখ টাকার তিনটি প্রদান করেন এমপি সেলিম ওসমান ও তাঁর সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান।