নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র ঈদ-উল আযহার দিনেও জনসাধারণের মধ্যে সচেতনতামূলক কোরবানির বর্জ্য অপসারণ এবং কোরবানি পরবর্তী জীবানু মুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের উদ্যোগে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ১লা আগস্ট শনিবার সংগঠনটির সভাপতি রাগীব হাসান ভুইয়া এসময় ভুইয়াপাড়া এলাকায় ব্লিচিং পাউডার বিতরণ করেন।
এদিকে সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়ার পক্ষ থেকে নিতাইগঞ্জ এলাকায় সাগর সাহা, অনিক চন্দ্র দে, চানমারি এলাকায় শাহরিয়ার সাঈদ অন্তর, দেওভোগ এলাকায় রায়হান আহমেদ, পঞ্চবটী এলাকায় শাখাওয়াত হোসেন, কাশীপুর এলাকায় নুর আলম, জামতলা এলাকায় অপু দাস এবং নাজমুল এই ব্লিচিং পাউডার প্রদান করেন।
এ বিষয়ে সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তাকে সভাপতি রাগীব হাসান ভুইয়া জানান, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ মানুষের সেবায় সব সময় নিয়োজিত। এবার আমরা ৫ দিন ব্যাপি এই কর্মসূচি পালন করছি। নারায়ণগঞ্জ শহর এবং শহরের বাইরে আমরা সেবা দিচ্ছি। যেনো মানুষ সুস্থ এবং সুন্দর ভাবে স্বাস্থবিধি মেনে ঈদ পালন করতে পারে এবং আমরা ১দিনের জন্য বসে নেই যার যে কোন প্রয়োজনে আমরা সব সময় মানুষের পাশে আছি। আজকের এই ব্লিচিং পাউডার মানবতার ফেরিওয়ালা নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও শকু চাচার মাধ্যমে ১০০০ প্যাকেট এবং আমার পক্ষ থেকে ৫০০ এবং সংসদের পক্ষ থেকে ৫০০ প্যাকেট ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।