নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট ৬৫ পুরিয়া হেরোইন এবং ৫শত গ্রাম গাঁজাসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, ফতুল্লা থানা পুলিশ গত ৬আগষ্ট রাত ৯টায় ইসদাইর এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন (২৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার ম্যাজিষ্ট্রেটের বাড়ির ভাড়াটিয়া সিরাজ কসাইর ছেলে।
একই টিম ঐ রাতে আরেক অভিযান চালিয়ে ফাজেলপুর এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমিন ওরফে খোকন (৫১) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত সাহাব উদ্দিন ওরফে আলী আকবরের ছেলে।
থানার আরেক পুলিশ ৬ আগষ্ট বিকেলে সাইন বোর্ড এলাকা থেকে ৫শত গ্রাম গাঁজাসহ আ.আজিজের ছেলে আলমগীর হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গত ৬ আগষ্ট বিকেলে দাপাইদ্রাকপুর এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইনসহ বিল্লাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে। সে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
একই টিম ৬ আগষ্ট দুপুরে আলীগঞ্জ এলাকা থেকে ৪৫ পুরিয়া হেরোইনসহ আ.সালাম ড্রাইভারের ছেলে রানা (২৬) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।