নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে শহরের ১নং রেল গেইট সড়কের পাশে তারা এ কর্মসূচী পালন করেন। তাছাড়াও পথচারী ও রিকশা চালকসহ সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস থেকে প্রতিকার পেতে বাংলা অনুবাদ সহ লিখিত একটি দোয়ার লিফলেট দেন সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ইসলামী যুব আন্দোলন সভাপতি গিয়াস উদ্দিন মোহাম্মদ খালিদ। এর আগে এ মহামারী রোগ থেকে মুক্তি লাভে বিশেষ দোয়া করা হয়।