নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সংগঠনের কর্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জরুরি সভায় ২০১৯-২০ সেশনের দ্বি-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়।
জরুরি সভা শেষে নগর সভাপতি দায়িত্বশীলদেরকে মাহে রমজানের শিক্ষা গ্রহণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরিশেষে তিনি বলেন, কুরআন নাযিলের মাসে কুরআনের বিধান সর্বস্তরে চালু করতে দায়িত্বশীলদেরকে সর্বোচ্চ কুরবানীর দীপ্ত শপথ নিতে হবে।
আজ দুপুরে সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহা. বিল্লাল হোসাইন খান কতৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।