নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের ৩০তম জম্ম বার্ষিকী উপলক্ষে শান্ত প্রধানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বুধবার বাদ আসর ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদেী হাসান সম্রাট , নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক, মহানগর ছাত্রলীগ নেতা শান্ত প্রধান, হারিস তালাত, তাহসিন, লিমন, প্রিন্স, রায়হান, প্রনির ও এলাকার মুরুবিগণ। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এ সময় ওসমান পরিবারসহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়েছে। তা ছাড়া প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।