ইউএস-বাংলা ফ্লাইটে ফতুল্লার দুই যাত্রীর পেটে মিলল ৭৬ পোটলা ইয়াবা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর পেট থেকে বিশেষ উপায়ে ৭৬ পোটলা ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ দুই যাত্রী হচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (২৩) এবং মো. নাহিদ হোসেন (২৫)। ১৭ অক্টোবর বুধবার ভোরে তাদের পেট থেকে পোটলাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকায় আসা ফ্লাইটটিতে গোয়েন্দা নজরদারি করা হয়। অবতরণের পর থেকে এই দুই যুবকের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়।

তা ছাড়া পরে তাদের আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রথমে অস্বীকার করলেও পরে শমরিতা হাসপাতালে তাদের এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবা ভর্তি বেশ কয়েকটি পোটলার অস্তিত্ব পাওয়া যায়। তাদের কলা, রুটি, জুস খাওয়ানোর পর বিশেষ উপায়ে ইয়াবাগুলো বের করে আনা হয়। প্রতি  পোটলায়  ইয়াবা ছিলো ৪২ থেকে ৪৪ টি করে ।

তিনি আরও জানান, এই দুই যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ নম্বর ফ্লাইটের ২৪-এ এবং ২৪-বি নম্বর সিটে ঢাকায় আসে। উভয়ই নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামে থাকেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত