নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেখতে দেখতে আমাদের মাঝ থেকে বিদায় নিলো ইংরেজী ২০১৯ সালের একটি বছর। একটি রাত, রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে আবারো রাত। তেমনি সেকেন্ডে গড়িয়ে মিনিট, মিনিট গড়িয়ে ঘন্টা, ঘন্টা গড়িয়ে দিন এভাবে হিসেব করে চলে আমাদের জীবন ধারা। শুরু হলো নতুন আরকেটি ইংরেজী বছরের যাত্রা।
অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের সদস্য, পাঠক-পাঠিকা, প্রবাসী বন্ধু, বিজ্ঞাপন-দাতা, শুভ্যানুধায়ী-শুভাকাঙ্খী, কলা-কুশলী, প্রতিনিধি ও সাংবাদিক সহ সকলের প্রতি রইল ইংরেজী নবর্বষের শুভেচ্ছা। সকলকে জানাই ২০২০ ইংরেজী সালের নবর্বষের শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা সে লড়াকু জাতি, যে জাতি ৯ মাসরে রক্তক্ষয়ী যুদ্ধরে মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, তাই আমরা পিছ পা হওয়ার নই। দেশের দুইটি রাজনতৈকি দলসহ সকল রাজনতৈকি দলরে কাছে গনতন্ত্রকামী মানুষরে প্রত্যাশা অনেক বেশী। তাই হিংসা কিংবা প্রতিহিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে তারা জনগনের সেবা নিজেদের নিয়োজিত করবেন এমনটা প্রত্যাশা সবার।
বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ প্রতিটি জেলার জাতি ধর্ম, বর্ন, দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর পক্ষ থেকে ২০১৯ ইংরেজী সালকে বিদায় এবং ২০২০ ইংরেজী সালকে স্বাগতম জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সহকারী বার্তা সম্পাদক : সৈয়দ রিফাত আল রহমান, স্টাফ রিপোর্টার : রাব্বি সরকার, সিনিয়র ফটো সাংবাদিক : হাসান উল-রাজিব, রুপগঞ্জ প্রতিনিধি : ইমদাদুল হক দুলাল, এস এম রোবেল মাহমুদ, সোনারগাঁও প্রতিনিধি : রুবেল খান, শেরপুর প্রতিনিধি : শেখ ফয়জুর রহমান, নওগাঁ প্রতিনিধি : মিলন হোসেন সহ এই পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি ইংরেজী নবর্বষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
এছাড়াও সার্বিকভাবে আইটি সার্পোট দিয়ে আমাদের সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর অন্যতম সদস্য হীরা দেব নাথ এবং নাজমুল আলম। সবার ভালোবাসায় নারায়ণগঞ্জ বার্তা ২৪ নতুন বছর শুরু করতে চায়। তাই সবাইকে আবারো ইংরেজী বর্ষের শুভেচ্ছা। সবাই সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের সহায়তা করবেন এমনটা প্রত্যাশা সবার কাছে।
উল্লেখ্য, স্বাধীনতার পক্ষে মুক্ত চতেনায়- নারায়ণগঞ্জ বার্তা ২৪ অনলাইন নিউজ র্পোটালের সকল পাঠকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই সংবাদ মাধ্যমটি দেশ ও জাতির কল্যানে সেবামূলক একটি প্রতিষ্ঠান। আমাদের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনার সংবাদ আপনাদের কাছে পৌছে দিতে এই পরিবারটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
প্রখর রৌদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে প্রাকৃতিক ও সামাজিক সকল বাধাকে পেরিয়ে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে পৌছে দিচ্ছে। যা আপনাদের সহযোগীতা ছাড়া ছিল অসম্ভব। তাই আপনাদের সহযোগীতার হাতকে প্রশস্ত করে সকল আপডেট সংবাদ পেতে আমাদের আপনাদের সকলের স্বার্থে এই র্পোটালের সংবাদ শেয়ার ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর লাইক পেইজটিতে লাইক দিয়ে এবং বন্ধুদের ইনভাইট ও সাজেস্ট করে সাথে থাকার জন্য বিনিত অনুরোধ রইল।
আপনাদের পজিটিভ ফিডব্যাকগুলো জানতে আমরা সার্বক্ষনিক পাশে আছি। আমাদের এই পরিবারের সাথে যারা পাঠক হয়ে অথবা ফেসবুকে বন্ধু হয়ে, লাইক পেইজে লাইক দিয়ে, অথবা গ্রুপে সংযুক্ত আছেন তাদের কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত বছরের দু:খ-গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নতুন করে পথ চলা শুরু করব এই কামনা করি।