ইংরেজী নববর্ষে দেশবাসীকে হাসিবের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  স্টাফ রিপোর্টার ) : ইংরেজী নববর্ষ ২০২০ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সম্মানিত ব্যবসায়ী ও সমাজ সেবক- মো. আরিফুর রহমান হাসিব।

২রা জানুয়ারি বৃহস্পতিবার রাতে এক ক্ষু‌দে বার্তায় ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হাসিব জানান, মহাকালের আবর্তে বিলীন হয়ে গেছে আরও একটি বছর। বিদায় নিলো ২০১৯। এলো নতুন আরেকটি বছর। স্বাগত ২০২০।  প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের মানুষও এই খ্রিষ্টীয় বছরকে বরণ করে নিয়েছে নতুন আশা, স্বপ্ন ও উদ্দীপনা নিয়ে।  তাই ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে ইংরেজী নবব‌র্ষের আন্ত‌রিক শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

add-content

আরও খবর

পঠিত