আ.লীগ নেতা কামাল আহাম্মেদ এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক গলাচিপা সংসদের সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ। আজ ১০ই মার্চ আজকের এই দিনে সকাল সাড়ে টায় ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, অসংখ্যক আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান।

এদিকে মরহুম কামাল আহাম্মেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বড় ছেলে পলাশ আহাম্মেদ পিতার রূহের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন

উল্লেখ্য, প্রয়াত কামাল আহাম্মেদ ২০১৪ সালের ১০ই মার্চ সকাল সাড়ে টায় ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডি.এন রোড এলাকার নিবাসী ছিলেন তিনি। এছাড়া কামাল আহাম্মেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক, গলাচিপা সংসদের সাধারণ সম্পাদক, গলাচিপা পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গলাচিপা ডি.এন রোড বিদ্যালয়ের উপদেষ্টা প্রয়াত জননেতা .কে.এম শামসুজ্জোহার ঘনিষ্ট সহযোগী ছিলেন।

add-content

আরও খবর

পঠিত