নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জেলা আওয়ামীলীগ। এই কমিটিতে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলকে সদস্য সচিব করা হয়েছে। এাছাড়াও নির্বাচন কমিশনের কোন বিধি নিষেধ না থাকলে নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে যুগ্ম আহ্বায়ক করার দাবি জানিয়েছে নেতৃবৃন্দ।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের দুই নম্বর রেল গেইট সংলগ্ন আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃেন্দর এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় কার্যালয়ের দরজা বন্ধ রাখা ছিলো। তাছাড়া ওই বৈঠকে সাংবাদিক প্রবেশ নিষেধ ছিলো।
বৈঠক শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংবাদ কর্মীদের আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হিসেবে সফল করার লক্ষে নৌকার বিজয়ে জয় জয়কার। মহাজোটের প্রার্থীদের নিয়ে আগামী ৩০ তারিখে আমাদেও নৌকার বিজয় করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে বিজয় অর্জন করে তা বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিবো।
কমিটির বিষয়টি নিশ্চিত করে তিনি আরো বলেন, জেলার প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। আর জেলা আওয়ামীলীগের অন্যান্য সম্পাদকমন্ডলীর সদস্য ও কার্যকরী সদস্যরা সবাই উক্ত নির্বাচন কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংসদ হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু ভূইয়া, আব্দুল কাদির, আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এমএ রাসেল, সামছুল হক ভূঁইয়া প্রমূখ।