আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই : সুলতান মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেছেন, বর্তমানে আমরা এক কঠিন সময় পার করছি। কিন্তু যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে জাতীয় পরামর্শ ও প্রশাসনিক নিদের্শনা সঠিকভাবে মেনে চলবো। মহানগরের সকল দায়িত্বশীল ও কর্মীগণ বাড়িতে অবস্থানকালে সকল শিষ্টাচার ও কাজের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবো। সরকার ঘোষিত স্বাস্থ্য সর্ম্পকিত নিদের্শনা মেনে চলবো। স্ব স্ব অবস্থানে থেকে বেশি বেশি কুরআন তেলাওয়াত ও আল্লাহ পাকের জিকির করবো এবং বেশি বেশি দোয়া ইউনুসের খতম পড়ার চেষ্টা করবো। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহানগরের সকল দায়িত্বশীল ও কর্মীগণ দেশের যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনকল্যাণে কাজ করার মত প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে হবে। মনে রাখতে হবে আমাদের আশেপাশে যে সকল অসহায় মানুষ আছে তাদেরকে যেন আমরা কোনো কিছুতেই ভুলে না যাই। আসুন আমরা অসহায় মানুষের পাশে দাড়াই।

add-content

আরও খবর

পঠিত