আল্লামা ফারুকী হত্যার বিচারের দাবীতে নারায়ণগ‌ঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জ জেলা ও সকল তরিকতপন্থি আলেম সমাজ এর উদ্যোগে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকালে বক্তারা বলেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী ছিলেন একজন দেশের সম্পদ। তার মৃত্যুর ৬ বছর অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো বিচার আমাদের সুন্নী জনতা পায় নি। বঙ্গবন্ধুর হত্যার ৪৫ বছর পরেও যদি তার খুনীদের বিচার এদেশের মাটিতে হয় তাহলে কেন একজন সুন্নী আলেমের নির্মম হত্যার বিচার এদেশে হবে না বলেও প্রশ্ন রাখেন বক্তারা।

এছাড়া  প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে তার পিতার হত্যার বিচার এদেশে করে দেখিয়েছেন তেমনি ভাবে এদেশের নবী প্রেমিক সুন্নী, ওলী প্রেমিক আম জনতা ওনার দিকে তাকিয়ে আছেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের আশায়।

মানববন্ধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কমিটির আহবায়ক এইচ.এম.রাসেল, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কমিটির আহবায়ক হামদান উর রহমান শান্ত।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ, রাহাত হাসান রাব্বি, গোলাম মোস্তফা নিরব, সানি দেওয়ান, মুফতি মাওলানা জাকারিয়া, মো. ইমরান খন্দকার, সানী ফারুকী, মো. গোলাম রব্বানী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত