নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহীদ জিয়াউর রহমানের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবাষির্কী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। ২৪শে জানুয়ারি শুক্রবার সকালে নগরীর মাসদাইর অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু।
প্রধান অতিথির বক্তব্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আরাফাত রহমান কোকো সক্রিয় রাজনীতির বাইরে থাকা সত্তে¡ও তথাকথিত ১/১১ সরকার ও তাদের দোষর আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার।
আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজমুর কবির নাহিদ, রিটন দে, আওলাদ হোসেন, ইউনুস খান বিপ্লব, খান বাবু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, মাহবুব হাসান জুলহাস, শহীদুল ইসলাম, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, রানা মুন্সী, মোঃ শহীদ, ওসমান গনি, পলাশ, খোকন,আফতাব উদ্দিন, সেলিম, বাদশা, মামুন খন্দকার প্রমুখ। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর রুহেল মাগফেরাত করে দোয়া করা হয়।