নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি বাড়ির ফ্ল্যাটে হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় ৩১নং এইচকে ব্যানার্জি রোডের মৃত খবির উদ্দিনের ৪তলা বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে মাসদাইর এলাকার শামীম ও সোহেল নামে দুই জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করেই তারা একটি বিকট শব্দ শুনতে পায়। ওই সময় বিষ্ফোরণের প্রকট শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এছাড়াও নিচতলায় থাকা একটি ডায়াগনোষ্টিক কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরাও হাসপাতাল থেকে বেড়িয়ে যায়। এরপর ওই বাড়িতে গেলে দেখতে পায় আশেপাশে থাকাও কয়েকটি ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে রয়েছে।
এ বিষয়ে বাড়ির ম্যানেজার রকিব উদ্দিন সোহাগ জানান, তৃতীয় তলার ওই ফ্ল্যাটে ইলেক্ট্রনিক মিস্ত্রিরা কাজ করছিলো। আমি তখন নিচ তলায় ছিলাম। বিকট আওয়াজ শোনার পর দৌড়ে সেখানে যাই। গিয়ে দেখি ওই ফ্ল্যাটের চারি দিকের জানালার কাচ ভেঙে গেছে। কিভাবে বিষ্ফোরন হলো তা বলতে পারছিনা।
বাড়ির মালিকের মেয়ে খোরশেদা হোসেনের ছেলে মো.হোসেন বলেন, গত দুই মাস ধরে ফ্ল্যাটটিতে কাজ চলছিলো। তবে কিভাবে এই বিষ্ফোরন হলো তা বলতে পারছিনা।
ঘটনাস্থলে পরিদর্শন করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই বিষ্ফোরন ঘটেছে। আহত দুজনের হাত ও পায়ে ঝলসে গেছে বলে শুনেছি। তবে বাইরে থেকে কোন বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করলে আমরা ঘটনাস্থলে সে ধরণের আলামত পেতাম। এই ফ্ল্যাটটির পাশ দিয়ে হাইভোল্টেজ বৈদ্যুতিক তার রয়েছে।