নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, যদি কেউ মনে করে থাকেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কোন কাজ নেই, তবে আপনার বোকার স্বর্গে বসবাস করছেন। নারায়ণগঞ্জে মানুষ ব্যবসাবান্ধব। সেলিম ওসমান যেমন কদিন আগে বলেছেন সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবেনা। আমরাও সেই লক্ষ্যে কাজ করছি। আমরা কোন সন্ত্রাসীদের ছাড় দিচ্ছিনা। কোথায় কি হচ্ছে এসব ব্যাপারে চোখ-কান খোলা রাখবেন। বুধবার ( ১ মে ) সকালে চাষাঢ়া কেন্দ্রিয় শহীদ মিনারে মহান মে দিবস উপলক্ষে আযোজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রমিকদের প্রয়োজন বর্তমান সরকার উপলদ্ধি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব নেত্রী। বাংলাদেশে অনেক শিল্পকারখানা গড়ে উঠছে। তিনি শ্রমিকদের বেতন বৃদ্ধিতে ব্যবসায়ীদের তাগাদা দিচ্ছেন। শ্রমিক-মালিকদের স্বার্থ বিবেচনা করেন বিধায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, আপনাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার গ্রহণের সুযোগ করে দেয়া হয়েছে। আমাদের ধৈর্য্যধারণ করতে হবে।
এসপি বলেন, যারা আপনাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের সাথেই থাকবেন। নারায়ণগঞ্জে শ্রমিক ও তাদের নেতৃবৃন্দরা অত্যন্ত ভালো। আমি দ্ব্যার্থহীনকন্ঠে বলতে চাই আপনাদের সকল ভালকাজে আমি আছি। আপনারা যখনই ডাকবেন আমি চলে আসবো।
বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচলিক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন মো. খোরশেদুল হক ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ১ম ভাইস প্রেসিডেন্ট মো.হাতেম, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিকেএমইএ এর পরিচালক মো.মোরশেদ সারোয়ার।