নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : আমরা কোন অবস্থাতেই কোন চোঁখ রাঙানোকে ভয় করবো না উল্লেখ করে জেলা হেফাজতে ইসলামের আমীর ও ডিআইটি মসজিদের খতিব মাও. আব্দুল আউয়াল বলেছেন, বিভিন্ন জায়গায় এজতেমার নামে সরল মনের মুসলমানদের তারা নষ্ট করবে, তাদের ঈমানকে ও আকিকা খারাপ করবে আর আমরা তাবলীগের নামে মসজিদে শুধু বসে থাকবো এটা কোন দিনও হতে পারেনা। এ জন্য মুসলমান ভাইয়েরা আমরা সোচ্চার হয়েছি।
শুক্রবার (২১ জুন) বাদ আছর নগরী ডিআইটি জামে মসজিদের সামনে আড়াইহাজারে সাদপন্থিদের এজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা সর্বস্তরের ওলামায়েকেরাম ও তাবলীগের সাথিবৃন্দ ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠি হয়।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি প্রশাসন ভাইদের প্রতি উদাত্ত আহবান রাখবো নারায়ণগঞ্জের মাটিতে এজতেমার নামে তারা যদি কোন কিছু করতে চায়, তাদেরকে যেন কোন অবস্থাতেই অনুমতি দেয়া না হয়। যদি অনুমতি দেয়া হয়, তাহলে নারায়ণগঞ্জের শান্ত পরিবেশ অশান্ততে পরিনত হবে। আর এ জন্য সরকারকে দায় নিতে হবে। মনে রাখবেন, আমরা কোন অবস্থাতেই কোন চোঁখ রাঙানোকে ভয় করবো না।
তিনি উপস্থিত সকল মুসল্লিদের প্রশ্ন রেখে বলেন, আপনারা কি নিজের জীবনের তাজা রক্ত দিয়ে এ আন্দোলনকে কামিয়াপ করতে রাজি আছেন? এসময় সকল মুসল্লিরা হাত ওঠিয়ে তাকে সর্মথন দেন।
বক্তব্য শেষে ডিআইটি জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে দোয়ার মধ্যদিয়ে বিক্ষোভ কর্মসূচীর সমাপ্তি টানা হয়।