আবারো গ্রেফতার আল জয়নাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আবারো জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের টানবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, জুবায়ের নামে এক ব্যক্তি শুক্রবার রাতে আল জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, চলতি বছরের ২৪ এপ্রিল সন্ধ্যায় পুলিশ আল জয়নালকে গ্রেফতার করেছিলো। স্বর্ণ ব্যবসায়ী ফারুকের কাছে ২২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থানায় ঢুকে পুলিশকে গুলির অভিযোগ ছিল আল জয়নালের বিরুদ্ধে। তাছাড়া অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের দায়ের করা একটি মামলায় ২০১৫ সালের ৫ মার্চ জয়নালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অপরদিকে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে নাশকতার সহায়তার অভিযোগে সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এর আগে ২০১২ সালের ১ নভেম্বর জয়নালের বিরুদ্ধে একটি জিডি করেন তৎকালীন সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।

add-content

আরও খবর

পঠিত