আবারও ফতুল্লা শিল্পনগরীতে রণক্ষেত্র, পুলিশ সহ র্অধশত শ্রমিক আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্ট ) : আবারও রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে ফতুল্লার শিল্পনগরী বিসিক এলাকা। ফকির গার্মেন্টসের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রনে আনার পর এবার এনআর গার্মেন্টেসের শ্রমিকরা উৎপাদন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে। এ সময় ভাংচুরের ঘটনাও ঘটে। পুলিশ বাধাঁ দিতে চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। তিনি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শ্রমিকদের সাথে কথা বলেন। আহতদের নগরীর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ জানায়, উৎপাদন ভাতা বৃদ্ধির দাবিতে এনআর গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা ভাংচুর চালায়। শিল্প পুলিশের একটি টিম তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে পুলিশের উপরও চড়াও হয় তারা। এ সময় পুলিশ সদস্য ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহতরা আপাতত চিকিৎসাধীন আছে। তবে কেউ মারা যায়নি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেও জানায় শিল্প পুলিশ।

এনআর গার্মেন্টেসের শ্রমিকরা অভিযোগ করে বলেন, অন্যান্য গার্মেন্টেসের শ্রমিকদের চেয়ে আমরা শ্রম কোন অংশে কম দেই না। উল্টো বেশিই দেই। কিন্তু আমাদের বেতন ভাতা দেয়া হয় কম। আমরা এর প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকবার। কিন্তু মালিকপক্ষ তা কর্ণপাত করেননি। আমাদের বেতনও বৃদ্ধি করতে হবে। অন্তত ফকির ও ক্রোনী গার্মেন্টেসের মতো আমাদের বেতন করতে হবে। সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছে বলেও দাবি করেন তারা।

add-content

আরও খবর

পঠিত