নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সুলতান মাহমুদ এক বিবৃতিতে বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার নিয়ে সরকার নতুন নাটক তৈরি করছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা কিছু নাম এখনো মামলার এজাহারভুক্ত না করা এবং ছাত্রলীগের তদন্ত রির্পোটে খুনিদেরকে মাতাল বলে হত্যার বিচার ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। এ ধরণের হীন ষড়যন্ত্র কোনভাবেই বরদাশত করা হবে না। আবরার ফাহাদ হত্যার বিচারে যেকোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে। ৯ অক্টোবর বুধবার নেতৃদ্বয় এক বিবৃতিতে উপর্যুক্ত কথাগুলো বলেন।
তারা বলেন, ক্ষমতাসীনদের মতের বিপক্ষে কোন মত প্রকাশ করলে তাকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয়, এটা কোন নতুন ঘটনা নয় বরং প্রতিনিয়তই ঘটছে। এভাবে কোন একটি সভ্য জাতি চলতে পারে না।
এভাবে দেশের মানুষের কণ্ঠরোধ করে বেশি দিন ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না। নেতৃদ্বয় দেশে স্থায়ী শান্তি ও জনগণের মুক্তির জন্য দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।