নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন আনন্দধামের উদ্যোগে প্রবীন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১লা অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এ আয়োজন করা হয়। এছাড়াও বয়সের সমতার পথে যাত্রা – শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশের প্রথম সেনা প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ( অব. ) বীর উত্তম।
অনুষ্ঠানে প্রবীন ব্যক্তি হিসেবে ফুল দিয়ে বরণের মাধ্যমে যাদের সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, মহিলা সংগঠক আঞ্জুমানারা আকসির, প্রাত্তন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জনাব সামিউল্লাহ মিলন, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. জুলহাস।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মো. শাহ আলম, ভাইস চেয়ারম্যান ড. মুনতাসির আহমেদ, মহাসচিব আজিজুল ইসলাম বাবু, পরিচালকবৃন্দ সর্বজনাব বাবু শ্যামল দত্ত, ইমরান মোস্তফা, শাহাদত হোসেন, শেখ মনির, এনামুল হক প্রিন্স প্রমুখ।