আটক ২ জন পুলিশের ওপর হামলায় সরাসরি জড়িত : মনিরুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ঢাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জঙ্গি অভিযানে আটক ফরিদউদ্দিন রুমি ও মিজান ওরফে মিশুসহ পাঁচজনের সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ২৩ সেপ্টেম্বর সোমবার ফতুল্লায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)র জঙ্গি অভিযানে ফরিদ উদ্দিন রুমী (২৭) ও তার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) আটক করা হয়। গুলিস্তানে সাম্প্রতিক বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহতের ঘটনায় দায়ের করা মামলায় ফরিদ ও মিশুককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিষিদ্ধ সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশের নতুন দল-নতুন জেএমবির সাথে ফরিদ ও মিশুকের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, পাঁচজন বিশিষ্ট একটি নতুন জঙ্গি সংগঠন সংগঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে তারা নিউ জেএমবির পাঁচ সদস্যের গ্রুপের। প্রযুক্তির সহায়তায় তাঁদের সম্পৃক্ততা সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে। দলটি একজন আমিরের তত্ত্বাবধানে রয়েছেন। যারা গুলিস্তানের হামলার সমস্ত প্রক্রিয়া পরিকল্পনার সাথে জড়িত।

আমিরের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, আমাদের ইন্টেল রয়েছে যে তিনি এখনও বাংলাদেশে রয়েছেন। পাঁচজনের মধ্যে আমরা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি এবং বাকিদের সনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মনিরুল ইসলাম আরও বলেন, তাদের পূর্ববর্তী হামলার ধরণটি বিচার করে দেখা গেছে যা বেশিরভাগ রাত্রি এবং মাসের শেষদিকে করা হয়েছিল, আমাদের গোয়েন্দা ইউনিট এই বিষয়টি অনুধাবন করে যে, তারা এই (সেপ্টেম্বর) মাসের শেষে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।

পুলিশ ফরিদ ও মিশুককে আদালতে হাজির করবে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করবেনবলে নিশ্চিত করেছেন  কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান মনিরুল ইসলাম।

সিটিটিসি সোমবার জঙ্গিদের ঘাঁটি থেকে ২টি একে-৭৪ টাইপ খেলনা রাইফেল, ২টি খেলনা পিস্তল, ৩টি রেডি আইইডিসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানের পরে মনিরুল সাংবাদিকদের বলেছিলেন যে উদ্ধারকৃত বোমা ও বোমা তৈরির উপাদান সমূহ ঢাকায় বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন।

add-content

আরও খবর

পঠিত