আজ বিয়ে মিরাজের, কাল মুস্তাফিজের, আগামী মাসে মমিনুলের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয় দলে যেন চলছে বিয়ের আমেজ। কয়দিন আগেই বিয়ে করেছেন ক্রিকেটার সাব্বির। আজ ২১ মার্চ বৃহস্পতিবার  বিয়ে করতে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামীকাল বিয়ের পীড়িতে বসছেন মোস্তাফিজ। আর সামনে মাসে বিয়ের পীড়িতে বসবেন মমিনুল হক।মেহেদী হাসান মিরাজের বাড়ি খুলনায়। বিয়ে করছেন খুলনারই পাত্রি রাবেয়া আখতার প্রীতিকে। প্রীতির সঙ্গে মিরাজের বোঝাপড়া প্রায় ৬ বছর ধরে। অর্ধযুগ ধরে চলা এই ভালোবাসার সম্পর্ককে এবার বিয়ের মাধ্যমে পূর্নতা দান করতে যাচ্ছেন মিরাজ।

জানা গেছে, ঘরোয়া পরিবেশে আজ (২১ মার্চ) আকদ সেরে ফেলার কথা রয়েছে তাদের। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা।বিশ্বকাপের পরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন বলে এখন গোপনেই আকদের কাজটা সেরে ফেলতে চান মিরাজ।

অন্যদিকে বিয়ের জন্য ইতোমধ্যেই সাতক্ষীরায় গেছেন পেসার মোস্তাফিজ। মামাতো বোন শিমুকে বিয়ে করছেন তিনি। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আগামীকাল তার গ্রামের বাড়িতে বিয়ের আকদ সম্পন্ন হবে। বিশ্বকাপের পর অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মোস্তাফিজ।

এদিকে আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

add-content

আরও খবর

পঠিত