আজ না.গঞ্জে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ দুই প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পাগলাস্থ ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) কলকতার উদ্দেশ্যে নৌ-পথে যাত্রা করা নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এই ক্রুজ শিপ -এমভি মধুমতি- উদ্বোধন করতে আজ ২৯ মার্চ শুক্রবার বিকাল ৫টায় ফতুল্লায় আসছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সাথে আরও আসবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শুক্রবার রাত ৯ টায় পাগলা ভিআইপি ঘাট মেরিএন্ডারসন থেকে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এই ক্রুজ শিপ যাত্রা করবে। একই দিন একই সময় ভারতের ক্রুজ শিপ -মেসার্স আরভি. বেঙ্গল গঙ্গা- কলকাতা থেকে নারায়ণগঞ্জের মেরি এন্ডারসনের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এতদিন মানুষ উড়োজাহাজ, ট্রেনে বা বাসে চড়ে কলকাতায় যাতায়াত করলেও এবারই প্রথমবারের মতো নৌ-পথে ভ্রমণ পিপাসুরা কলকাতায় যাত্রা করতে পারবেন। ক্রুজ শিপ যাত্রার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ লক্ষ্যে পাগলা ভিআইপি ঘাট মেরিএন্ডারসনে সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সূত্র নিশ্চিত করেছেন।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সূত্র জানিয়েছে, সব কিছু ঠাকঠাক থাকলে শুক্রবার ক্রজ শিপ এমভি মধুমতি নারায়ণগঞ্জ থেকে কলকতায় ছেড়ে যাবে রাত ৯টার দিকে এবং একই সময় ভারতের কলকাতা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা।

বাংলাদেশের এমভি মধুমতি এবং কলকাতার মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা জাহাজ দুটি বরিশাল, বাগেরহাটের মংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা- ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতায় যাবে এবং নারায়ণগঞ্জে আসবে।

add-content

আরও খবর

পঠিত