নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ৫২ এর মহান ভাষা আন্দোলনের ভাষা সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ ভাজন, জেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু স্মারক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, চিশতিয়া ও নকশেবন্দর তরীকার অন্যতম খলিফা, মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ, নারায়ণগঞ্জের পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পৌর পিতা আলী আহাম্মদ চুনকার ৩৭তম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশন, জেলা ও শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগ ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খানি, শোক র্যালী, মাজারে পুষ্প স্তবক অর্পন, ফাতেহা পাঠ, আলোচনা সভা, মিলাদ মাহফিল।
সকাল ৮টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন পাঠাগারের সম্মুখ থেকে শোক র্যালী মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সকাল ১০টায় শিশুবাগ বিদ্যালয়ে মিলাদ মাহফিল। বাদ মাগরিব হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলীয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারী বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং বঙ্গসাথী ক্রীড়া চক্র ক্লাবে অনুরূপ কর্মসূচী পালিত হবে। আগামী ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ মাহফিল। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভিন্ন দোয়া মাহফিল।
আলী আহাম্মদ চুনকার জেষ্ঠ্য কন্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার পিতার মৃত্যুবার্ষিকীর সমুদয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সকলের নিকট আহবান জানিয়েছেন।