নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আজ শনিবার (২৩ মার্চ) পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের সব চাইতে বড় তারকা সম্বলিত ক্রিকেট হাট আইপিএল-এর ১২ তম আসরের। আজ থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আইপিএলের এবারের আসর।
উদ্বোধনী দিন রয়েছে একটি ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ক্রিকেটবিশ্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রবর্তন ঘঠে এই আইপিএলের হাত ধরেই। এরপর একে একে সব দেশ ফ্রাঞ্চাইজি ক্রিকেট প্রবর্তন করলেও এখনও সবচাইতে বড় ক্রিকেট বাজার আইপিএল।
আগামী মে মাসে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপ। তার আগে ছোট ফরম্যাটে উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শামিল হবার সুযোগ পাচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাতারকারা।