আজ থেকেই বিআরটিসির কাউন্টার বসবে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা খবর পেয়েছি কিছু দুষ্কৃতিকারী বিআরটিসি বাস সার্ভিসের কাউন্টারগুলো বসতে দিচ্ছেনা। আমি বলবো আজ থেকেই এই কাউন্টার বসবে। আমরা পুলিশ এব্যাপারে সহযোগিতা করবো।

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর পশ্চিম দেওভোগ ভূইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাইস্কুল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন।

এসপি আরো বলেন, বিআরটিসির এই বাস সার্ভিস সরকারি সম্পদ। এই বাসসার্ভিসের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে। তাই এটা বন্ধ করা যাবে না। তাই এ কাউন্টার আজ থেকে বসবে। পুলিশ সদস্যরা এব্যাপারে সহযোগিতা করবে।

এরআগে পুলিশ সুপার বিদ্যানিকেতন হাইস্কুলের উত্তর ভবনের ৫ম তলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে  স্কুল কর্তৃপক্ষের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত, হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ীদের  পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিবছরের মতো এবছরও বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে কোরআন শিক্ষার সুযোগ করে দেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যানিকেতন হাইস্কুল ট্রাস্টের সিনিয়র ভাইস  চেয়ারম্যান আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সুবাস চন্দ্র দাস, মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ ।

উল্লেখ্য, বিআরটিসি এসি বাস পুনরায় চালু হলেও শুরুতেই পরিবহন বাধার মুখে পড়েছে সরকারি এ বাস সেবাটি। চাষাঢ়া ও মেট্রো হলের সামনের বিআরটিসির কাউন্টার তুলে দেয় নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির লোকজন। শিবু মার্কেটেও বিআরটিসির কাউন্টার বসাতে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

add-content

আরও খবর

পঠিত