নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে ২রা ফেব্রুয়ারি রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। ১লা ফেব্রুয়ারি শনিবার রাতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। তবে ওষুধের দোকান, খাবারের দোকান ও অ্যাম্বুলেন্স হরতালের বাইরে থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমির খসরু, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।