আজ‌মেরী ওসমা‌নের নাম ব্যবহারকারী চাদাঁবাজ যুবক আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ৫ আসনের চারবারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের তনয় আলহাজ্ব আজমেরী ওসমানের নাম ব্যবহারকারী চাদাঁবাজ যু্বককে আটক ক‌রা হয়ে‌ছে। সে ফতুল্লা থানার বাংলা বাজার এলাকার দেলোয়ারের পুত্র লিজান (২৫)।‌

জানা গে‌ছে, সামা‌জিক যোগো‌যোগ মাধ্যম ফেসবুকে আজ‌মেরী ওসমানে নাম ও ছ‌বি দি‌য়ে ভুয়া পেইজ তৈরী ক‌রে ও মু‌ঠো‌ফো‌নে তার নাম ব্যবহার ক‌রে ছোটভাই প‌রিচ‌য়ে সাধারণ মানুষে‌র কাছ থে‌কে চাদাঁ দাবী করে আস‌ছিল। সর্ব‌শেষ এক মহিলার কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায় করতে গিয়ে ফে‌ঁসে যায় এই প্রতারক। অতপর ফতুল্লা থানা পু‌লি‌শের কা‌ছে সোপর্দ করা হয়।

এ প্রস‌ঙ্গে আজ‌মেরী ওসমা‌নের গ‌নিষ্ঠ একজন জানায়, বি‌ভিন্ন সময় আজ‌মেরী ওসমান নাম‌টি ব্যবহার ক‌রে চাদাঁবা‌জির অ‌ভি‌যোগ পাওয়া যায়। যা কিনা আজ‌মেরী ওসমানের মতাদর্শ‌ থেকে সাংঘ‌র্ষিক। তি‌নি অসহায় গ‌রিব মানুষ‌কে ভালবা‌সেন। মানু‌ষের সেবা করা ছিল তার বাবা না‌সিম ওসমা‌নের আদর্শ। তার ছে‌লেও এর ব্য‌তিক্রম নয়। ক‌তিপয় মানুষ নিজ স্বার্থ উদ্ধারে ও তা‌কে সমা‌জে হেয় কর‌তে আজ‌মেরী ওসমা‌নের নাম‌টি ব্যবহার ক‌রে অপকর্ম ক‌রে। ত‌বে অন্যায়কারী‌দের বিরু‌দ্ধে আজ‌মেরী ওসমা‌নের কঠোর নি‌র্দেশনা র‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

এব্যপা‌রে ফতুল্লা থানা ও‌সি অপ‌া‌রেশন মু‌জিবুর রহমান জানায়, ছে‌লে‌টি তার ভুল স্বীকার করে‌ নি‌য়েছে। পরব‌র্তি‌তে এধর‌নের আর কোন কর্মকান্ড কর‌বেনা বলে মুচ‌লেকা দি‌য়ে‌ছে। তার বাবা মা জা‌নি‌য়ে‌ছে সাম‌নে তার পরীক্ষা আছে। তাই সা‌র্বিক দিক বি‌বেচনা ক‌রে শুধুমাত্র মান‌বিক বি‌বেচনায় তা‌কে ছেড়ে দেয়া হ‌য়ে‌ছে।

add-content

আরও খবর

পঠিত