নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা মাইক্রো ও ট্যাক্সি শ্রমিক কমিটি। বুধবার (৭ অক্টোবর) বিকালে চাঁনমারী স্ট্যান্ড সংলগ্ন সড়কের সমানে এ কর্মসূচী পালন করে সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, সহ-সভাপতি মুকুল মিয়া, সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, সহ-সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সম্পাদক মালেক, আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দ।