আজমেরী ওসমানের পক্ষে মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির ঈদ উপহার বিতরণ

নারা্য়ণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে চাঁনমারী জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়্। এসময় ক‌রোনা প্রাদুর্ভা‌বে কর্মহীণ হ‌য়ে পড়া অসহায় চালক ও শ্রমিকদের মাঝে ২শত প্যা‌কেট ‌নিত্য  প্র‌য়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। যেখা‌নে প্র‌তি‌টি প্যা‌কে‌টে র‌য়ে‌ছে, চাল, ডাল, আলু,চিনি, সেমাই।

জানা গেছে, মাইক্রো ও ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান, উপদেষ্টা  মন্ডলীর সদস্য মো. কামরুজ্জামান বাদশা, মো ত‌রিকুল হাসান লিমন, হাজী মো. মেসবাউ‌দ্দিন মোল্লা, উপ‌দেষ্টা হাজী মো. শহীদ সা‌রোয়ার, মো. মিজানুর রহমান,  আহ‌মেদ মোক্তার মিঠু, হাজ্বী মো. নুরুল ইসলাম, জাহিদ আহ‌মেদ।

বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সভাপতি মনির হাসেন , কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ ,  সহ-সভাপতি আবুল হাসেন মিঠু , সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম ,  সহ-সভাপতি দ্বীন ইসলাম খাকা ,  সাধারণ সম্পাদক  আবুল হাসেম (রিংকু) , যুগ্ম সম্পাদক শামছুজ্জামান রকি, সহ- সম্পাদক আনেয়ার হাসেন, সহ- সম্পাদক গালাম সারোয়ার, সহ- সম্পাদক মনির হাসেন, সাংগঠনিক সম্পাদক এ.কে ইমন , সহ-সাংগঠনিক সম্পাদক শেখ জানে আলম হিরো,  কোষাধ্যক্ষ হাজী ওমর ফারুক,   সহ-কোষাধ্যক্ষ  মারুফ হাসেন, দপ্তর সম্পাদক  শামছুল আলম ,   প্রচার সম্পাদক নুরুল আমীন।

add-content

আরও খবর

পঠিত