নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর ও বন্দর) চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পঞ্চবটি পুলিশ লাইনস এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জণকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি তরকিুল ইসলাম লিমন, কালাম, জাকির সহ অন্যান্যরা।
জানা গেছে, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জণকল্যাণ ফাউন্ডেশন এর ব্যানারে প্রধান উপদেষ্টা আজমেরী ওসমানের নির্দেশে এ কর্মসূচী অব্যাহত রয়েছে। প্রতিটি প্যাকেটে অসহায়দের জন্য রয়েছে চাল, ডাল, তৈল, আলু,পিয়াজ, লবন সহ সুরক্ষা সামগ্রী। ইতমধ্যে নারায়ণগঞ্জের খানপুর, বরফ কল, আইইটি স্কুল, ইসদাইর, গাবতলী, বাস টার্মিনাল, বিসিক শিল্পনগরী শাসনগাঁও, মাসদাইর, দেওভোগ এলাকায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, করোনা ঝুঁকিতে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে নারায়ণগঞ্জ। তাই এর প্রতিরোধে পুরো জেলাকে লকডাউন ঘোষনা করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর। এমন পরিস্থিতিতে কর্মহীণ হয়ে পড়েছে সকল মানুষ। গৃহবন্ধী এসব অসহায় মানুষদের এখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান সর্মথকরা।