আজমেরী ওসমানের পক্ষে নগরীতে শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান মে দিবসে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ছেলে ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষে শ্রমিকরা বর্ণাঢ্য র‌্যালি বের করেছে। বুধবার পহেলা মে বিকেলে র‌্যালিটি পরিচালনা করেন নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন ।

র‌্যালিতে বাধ্যযন্ত্র ও বিভিন্ন ব্যানার ফেসটুন সহ সবার কপালে ও হাতে লাল কাপড় দেখা গেছে। পরে র‌্যালিটি নগরীর চাষাঢ়া থেকে বের হয়ে প্রধান সড়ক দিয়ে নিতাইগঞ্জ  হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন।narayanganjbarta24.com

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, শ্রমিকরা এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শ্রমিকদের দিনরাত মেহনতের ফলেই আজকে দেশের এত উন্নয়ন। কিন্তু আমাদের শ্রমিকরা আজ বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। ন্যায্য দাবী কথা বললেই তাদের উপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। যে শ্রমিকের কল্যানে দেশের এত উন্নয়ন তাদের সুযোগ-সুবিধার কথাও আমাদের ভাবতে হবে। তাই তাদের অধিকারের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জাতীয় নীট ডাইং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বেপারী, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, সহ- সম্পাদক সপন মিয়া, সাংগঠনিক সম্পাদক একেএম পিন্টু, প্রচার সম্পাদক সাকিব প্রধান সৌরভ, মো. শহিদুল ইসলাম, রিফাত খন্দকার রাসেল, সঞ্জয় রায়, ফরিদ আহম্মেদ, হাবিবুর রহমান মন্টু, রমজান, সফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, নাজমা আহম্মেদ দিপু, কাদির, মো. হেমায়েত গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত