নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর) আসনের প্রায়ত সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে আবু তাহের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতার আবু তাহের চাঁদপুর জেলার দক্ষিণ মতলবের সোনা মিয়ার ছেলে। তার যাত্রাবাড়ি থানার মাতুয়াইলের উত্তর মেন্দিপাড়া এলাকায় থাকতেন। তিনি একটি সংঘবব্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুরে গ্রেফতার আবু তাহেরকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়ার পর আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে ফোন করে বলেন, হ্যালো, আমি আজমেরী ওসমান বলছি, একটি মসজিদ নির্মাণ করছি। সেখানে তিন হাজার সিরামিক ইট বাবদ ৭০ হাজার টাকা চাঁদা দিতে হবে।
কাউন্সিলর তাৎক্ষণিক ১৫শ ইট বাবদ ৩৫ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এর পরদিন ১১ ডিসেম্বর আজমেরী ওসমানের পাঠানো ব্যক্তি পরিচয়ে কাউন্সিলের থেকে প্রতিশ্রুতি মোতাবেক টাকা গ্রহণ করে আবু তাহের নামে এক ব্যক্তি।
তিনি আরো জানান, আজমেরী ওসমানের সঙ্গে আগে কখনো ফোনে কথা হয়নি। তাই বুঝতে পারিনি। পরবর্তীতে যাচাই করে বুঝতে পারি এটি একটি প্রতারক চক্র। পরে ঘটনাটি আদমজী নগরে র্যাব-১১ এর সদর দফতরে লিখিতভাবে জানাই।
এদিকে র্যাব-১১ এর কাউন্সিলরের কাছ থেকে অভিযোগ পেয়ে কথিত আজমেরী ওসমানের নাম্বার ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করা হয়। সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে আটক করা হয় কথিত আজমেরী ওসমান পরিচয়দানকারী আবু তাহেরকে। সেখানেও তিনি আজমেরী ওসমান পরিচয়ে চাঁদা আদায় করতে গিয়েছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান জানান, অধিকতর তদন্তের স্বার্থে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।